প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৯:০২ এ.এম
চৌহালীর এনায়েতপুরে যমুনা স্পারবাঁধে অবৈধ বালু মহল, ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীর স্পারবাঁধের পাশে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি বালুমহলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালু ব্যবসায়ী বোরহান উদ্দিন, মেহেদী হাসান ও মো. সৈকতকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রায় আড়াই লাখ ঘনফুট সেফটি বালু জব্দ করা হয়, যা পানি উন্নয়ন বোর্ডের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত বালুগুলো পরবর্তীতে প্রকাশ্যে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। এ সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. পারভেজ, এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র যমুনা স্পারবাঁধের উত্তর ও দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তারা বাঁধের ওপরের অংশ কেটে পাইপ বসিয়ে বালু উত্তোলন করায় সাড়ে ৬০০ কোটি টাকার নির্মাণাধীন তীর সংরক্ষণ প্রকল্পসহ গোটা স্পারবাঁধ ঝুঁকির মুখে পড়ে। অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ ও জননিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com