গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা,বীর মুক্তিযোদ্ধা ও লেখক নির্মল সেনের ৯৫তম জন্মদিন পালিত হয়েছে।
আজ রবিবার (৩আগস্ট) সাংবাদিক নির্মল সেনের জন্মদিন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ্ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত,রতন সেন কংকন,মিজানুর রহমান বুলু,গৌরাঙ্গ লাল দাস,মাহাবুব সুলতান,মনিরুজ্জামান জুয়েল,রনী আহম্মেদ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গড়ার জন্য নির্মল সেন সারাটা জীবন লড়াই করেছে।তিনি সমাজতান্ত্রি চিন্তা চেতনায় বিশ্বাসী ছিলেন।এই মহান ব্যক্তির স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাবে।বিশেষ করে তার নামের শিক্ষা প্রতিষ্ঠানটি দাঁড় করানোর চেষ্টা করবো।
উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে রাজৈর - কোটালীপাড়া সড়কটি সাংবাদিক নির্মল সেন সড়ক করার ও তার শেষ ইচ্ছা অনুযায়ী তার নামের শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নের দাবী জানানো হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
উল্লেখ্য, নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com