প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১২:৪৪ পি.এম
সাপের কামড়ে গৃহ বধুর মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে সাপের কামড়ে রানু বেগম (৫০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা ফেরদৌস আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রানু বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। প্রচণ্ড যন্ত্রণায় তার ঘুম ভেঙে গেলে তিনি শরীর খুঁজে হাঁটুর ওপরে কামড়ের চিহ্ন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্বামীকে ডাকেন।
পরিবারের সদস্যরা রাতেই চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন, কিন্তু গভীর রাতে স্থানীয়ভাবে কোনো যানবাহন না পাওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে ভোর সাড়ে ৫টার দিকে একটি গাড়ির ব্যবস্থা করে তাকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তার অবস্থার আরও অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। একইসঙ্গে দেখা দিয়েছে তীব্র জনরোষ। অনেকেই অভিযোগ করছেন— গ্রামীণ এলাকায় বিশেষ করে রাতের বেলায় জরুরি চিকিৎসা ও পরিবহন ব্যবস্থা না থাকায় এমন মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন,
“রাতে যদি জরুরি অ্যাম্বুলেন্স বা চিকিৎসা সুবিধা থাকত, তাহলে হয়তো রানু বেগমকে বাঁচানো সম্ভব হতো।”
এদিকে, সচেতন মহল ও সাধারণ জনগণ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন—
প্রতিটি ইউনিয়নে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু করা অত্যন্ত জরুরি।
তাদের দাবি, এ ধরনের উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটতে পারে, যা প্রতিরোধযোগ্য।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com