প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ‘নীতিবান শিশু, সুখী বাংলাদেশ’ শীর্ষক পাইলট প্রকল্প-২০২৫ এর উদ্বোধন।সততা ষ্টোর উদ্বোধনের মধ্য দিয়ে রবিবার দুপুরে উপজেলার বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নুর মুহাম্মদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন,রিপন আলী,বিপ্লব হাসান মদীনা পৌর জামায়াতে আমীর একরামুল হক, প্রধান শিক্ষক দিলারা বেগম ও জিয়াউর রহমান, সমন্বয়ক নুর আলম নুর ও রেজওয়ানুল কবির রেজওয়ান প্রমুখ। শেষে গৃহীত প্রকল্পের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে উপকরণ সমূহ তুলে দেন প্রধান অতিথি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com