প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৩:১৯ এ.এম
মেলান্দহে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত

জামালপুরের মেলান্দহ পৌরসভার শাহজাদপুর দিঘলবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কালু মিয়া(২৮) নামে ১ জন ব্যক্তি নিহত হন।
কালু মিয়া দিঘলবাড়ী গ্রামের
মৃত আসাদুলের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায় - ৩ আগস্ট দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী কমিউটার ট্রেনটি আনুমানিক ১.৫০মিনিটের দিকে মেলান্দহ রেলস্টেশন থেকে প্রায় দেড কিলোমিটার পশ্চিমে দিঘলবাড়ী এলাকায় ট্রেনটি পৌঁছাতেই কালু মিয়া আনমনা হয়ে রেললাইন ধরে হেটে যাচ্ছিলো।পিছন থেকে ট্রেন হর্ণ বাজালে এবং লোকজন লাইন হতে সরে আসতে চিৎকার করলেও কালু মিয়া বুঝতে ও শুনতে পারেনি। মুহুর্তেই কালুর উপর দিয়ে ট্রেনটি চলে যায়। পরিসমাপ্ত ঘটে কালুর জীবন প্রদীপ।শান্ত হয়ে কাটা নিথর দেহ খানা লাইনের পাশে পড়ে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com