রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম, ঘুষ, দুর্নীতিসহ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের প্রবেশপথে বালিয়াকান্দি উপজেলার সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের প্রতিকার চেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাসিন্দা এনামুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে মিরাজুল ইসলাম মিরাজ, কৃষক মো. গওসেল আজম গহর, মোহাম্মদ নবিয়াল ফকির বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বালিয়াকান্দি সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি সমিতির মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। সিন্ডিকেট ছাড়া বালিয়াকান্দিতে কোন জমি রেজিস্ট্রি হয় না। দ্রæত সময়ের মধ্যে অফিসরে ঘুষ, দুর্নীতি ও সমিতি বাতিল করতে হবে। যদি এই সমিতি বাতিল করা না হয় আগামীতে কঠোর আন্দোলন করা হবে।
সমিতির সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় প্রসঙ্গে দলিল লেখক সমিতির সদস্য মো. আলিম শেখের বক্তব্য জানাতে চাওয়া হলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরি মুস্তাফিজুর রহমান বলেন, সাব রেজিস্ট্রি অফিসের ঘুষ, দুর্নীতির প্রতিকার চেয়ে আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com