চব্বিশের জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের স্মরণ এবং সম্মার্থে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবির আজ ৩ আগষ্ট , বেলা ৬ ঘটিকায়, পলিটেকনিক মাঠে বৃক্ষরোপণ অভিযান শুরু করে। এসময় ময়মনসিংহ পলিটেকনিক ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মুমিনুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক আজমীর আহমেদ জীবন। পলিটেকনিক সভাপতি আরাফাত হাসান রনির নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে পলিটেকনিক ক্যাম্পাস,মাঠ এবং ছাত্রাবাসসমূহে বৃক্ষরোপণ এবং বিতরণ করা হয়। অভিযান শেষে মহানগর ছাত্রশিবিরের মেহমানগণ আলোচনা রাখে এবং সবুজ বাংলাদেশ গড়ার পক্ষে ঐক্যমত পোষণ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com