প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৩:৩৮ এ.এম
চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১৪

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঢুষমারা ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকায় গোপন জুয়ার আসরে অভিযান চালিয়ে জামায়াত নেতা ও স্থানীয় ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) রাতের এই অভিযানে নেতৃত্ব দেয় ঢুষমারা থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু বক্করের বসতবাড়ির একটি কক্ষে জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নয়ারহাট ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন (২৮)। এছাড়াও আটক অন্যান্যদের মধ্যে রয়েছেন মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭) ও সুমন (২৬)।
অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি এবং নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে চিলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফজলুল হক মিঠুন জানান, “কেউ অনৈতিক বা খারাপ কিছু করলে সংগঠনগতভাবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং নতুন নেতৃত্ব বাছাই করব।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com