প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৩:৫৮ এ.এম
চুয়াডাঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে গোসল করতে গিয়ে ভৈরব নদে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মুক্তারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুক্তারপুর ঈদগাহপাড়ার সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং জুয়েল মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (৭)। তারা দুজনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটি শেষে রিমন, জুনায়েদ ও রাব্বি নামে তিন বন্ধু বাড়ির পাশের ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেওয়া ছিল। গোসলের একপর্যায়ে তারা জাগের ওপর উঠে খেলতে থাকে। হঠাৎ পা ফসকে রিমন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে জুনায়েদও পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা রাব্বি দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে পরিবারের লোকজন ছুটে এসে নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com