প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৪:০১ এ.এম
সাতক্ষীরায় আইনজীবী সমিতির সঞ্চয় তহবিল না দেওয়ায় সংবাদ সম্মেলন সদস্যদের ক্ষোভ, হুঁশিয়ারি কঠোর কর্মসূচির
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সঞ্চয় তহবিলের টাকা সদস্যদের মধ্যে হস্তান্তর না করায় সমিতির কতিপয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন সাধারণ আইনজীবীরা। একইসাথে অবিলম্বে টাকা প্রদান না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের তৃতীয় তলার লাইব্রেরি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাধারণ আইনজীবীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন।
তিনি বলেন, “সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আমাদের সঞ্চয় তহবিলের টাকা হস্তান্তরের বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সাংবাদিকরা জাতির বিবেক, আপনাদের লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ পায়।”
অ্যাডভোকেট নুরুল আমিন অভিযোগ করেন, “সমিতির সঞ্চয় তহবিলের টাকা নিয়ে কমিটির কতিপয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অযথা কালক্ষেপণ করছেন এবং নানা অজুহাতে টাকা জমা দিচ্ছেন না। এতে সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
তিনি আরও বলেন, “২০২৪-২৫ অর্থবছরের সাধারণ সভায় বেলবন্ড, ওকালতনামা ও হাজিরার টাকা বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তে সাধারণ আইনজীবীদের সহযোগিতা থাকলেও সঞ্চয় তহবিলের টাকা এখনো প্রদান করা হয়নি। অথচ সমিতির আয় যথেষ্ট ভালো।”
এসময় তিনি অভিযোগ করেন, বর্তমান কার্যনির্বাহী কমিটির কতিপয় সদস্য গঠনতন্ত্র লঙ্ঘন করে ইচ্ছামতো পরিচালনা করছেন। বিশেষ করে যুগ্ম সম্পাদকের দায়িত্ব খর্ব করে তাঁর দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা আত্মসম্মানে আঘাত। তিনি উল্লেখ করেন, গঠনতন্ত্রের ১৪ নম্বর পাতার (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী যৌথ সম্পাদকের ভূমিকা উপেক্ষা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, "সাধারণ আইনজীবীরা এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। দ্রুত টাকা প্রদান না করলে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।"
সবশেষে, তিনি সাংবাদিকদের মাধ্যমে সাধারণ আইনজীবীদের স্বার্থ রক্ষায় সহায়তা কামনা করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com