প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৪:১৩ এ.এম
নান্দাইলে পরিবেশ ছাড়পত্রবিহীন পাথর ভাঙা মেশিন বন্ধ, শ্রমিকদের কাজ অব্যাহত — প্রশাসনের সুস্পষ্ট ব্যাখ্যা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের তারেরঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বৈধভাবে পাথর ব্যবসা পরিচালিত হয়ে আসছে। ব্যবসায়ীরা আইনগত প্রক্রিয়া মেনে পাথর সংগ্রহ করে থাকলেও, সেখানে ব্যবহৃত পাথর ভাঙার মেশিনগুলোর জন্য প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র না থাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
বায়ু দূষণের ফলে এ এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ধুলাবালির কারণে এলার্জি, শ্বাসকষ্ট, ফুসফুসজনিত জটিলতা ও এমনকি ক্যান্সারের ঝুঁকিও দেখা দিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
উল্লেখ্য, পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা পরিবেশের অনুমতিপত্র সংগ্রহের অঙ্গীকার করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায়, গত ২৩ জুলাই ২০২৫ ইং তারিখে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। এ সময় মেশিনসহ পরিবেশ দূষণে সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয় এবং নিলামের কার্যক্রম আইনগত প্রক্রিয়ায় চলমান রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, পরিবেশ ছাড়পত্র ছাড়া মেশিন চালনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে শ্রমিকদের পাথর লোড/আনলোড ও হাতে ভাঙার কার্যক্রম চালু থাকবে। কোনোভাবেই শ্রমিকদের কাজ বন্ধ করা হয়নি; বরং কেবলমাত্র মেশিন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে প্রশাসন অভিযোগ করছে, কিছু অসাধু ব্যক্তি ভ্রান্ত তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। তবে অধিকাংশ ব্যবসায়ীই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন।
প্রশাসনের পক্ষ থেকে আবারও সকল ব্যবসায়ীকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, দেশের প্রচলিত আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনা করা সকলের দায়িত্ব। কোনো ব্যবসাই আইনের উর্ধ্বে নয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com