প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৪:১৫ এ.এম
বরিশালে সংবাদ প্রকাশের পর সরকারি খাল দখল করে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ অভিযান ভূমি কর্মকর্তা’র

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরী এলাকার রাজা বাজারে সরকারি খালের জায়গা দখল করে গড়ে ওঠা নির্মাণাধীন চারটি একতলা পাকা দোকানঘর গুঁড়িয়ে দিয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহীন আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় হযরত আলী মৃধার ছেলে রুহুল, তার ভাই আমিন, মাহাবুর মৃধার ছেলে মামুন ও তার ভাই সোলায়মান মিলে দীর্ঘদিন ধরে সরকারি খালের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিলেন। শুরুতে তাদের নিষেধ করা হলেও তারা প্রশাসনের কোনো কথায় কর্ণপাত না করে দখল কার্যক্রম চালিয়ে যান।
জমি দখলের বিষয়টি জানতে পেরে চরবাড়িয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহীন আলম একাধিকবার উপস্থিত হয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এবং সতর্ক করেন। পরে তিনি বরিশাল সদর সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি অবহিত করেন। তারই নির্দেশে রবিবার (৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে চারটি পাকা দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় জনগণের সহায়তায় এ উচ্ছেদ অভিযান কার্যকরভাবে সম্পন্ন হয়।
চরবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহীন আলম বলেন, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বারবার নিষেধ করা হলেও তারা কথা শোনেননি। তাই আমরা বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতে যারা সরকারি জমি দখল করবে, তাদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এটি শুধু আইন প্রয়োগ নয়, জনগণের অধিকার ও প্রাকৃতিক সম্পদ রক্ষার অংশ হিসেবেই আমাদের এ উদ্যোগ। সরকারি খাল দখল করে কেউই পার পাবে না।’
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com