প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৪:৪৪ এ.এম
ঝিনাইদহে অবৈধ পলিথিন কারখানায় অভিযান: অর্থদণ্ড, অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট-পরিবেশ কর্মকর্তা, শেষে যৌথ বাহিনীর হস্তক্ষেপে সিলগালা

ঝিনাইদহ সদর উপজেলার ১১ নং পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুরের কলনিপাড়ায় অবৈধভাবে পরিচালিত একটি পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ৩ আগস্ট রবিবার সকালে এহসান পিপি নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুনতাছির রহমান।
তবে অভিযান শেষে ওইদিন সন্ধ্যায় কারখানার মালামাল জব্দ করতে গেলে স্থানীয় জনতা ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলে সাংবাদিকদের সামনে এহসান পিপি কারখানার পরিচালক শামিম হোসেন অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা প্রতি মাসে মাসোহারা নেন, আবার তারাই এসে জরিমানা করেন।
বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী জিৎ কুন্ডু। তিনি যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বলেন, এই পিপি কারখানাগুলো সম্পূর্ণ অবৈধ। সরকারি বিধি অনুযায়ী এসব মালামাল জব্দ করার এখতিয়ার পরিবেশ অধিদপ্তরের রয়েছে।
তবে স্থানীয় জনগণের অনুরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় কারখানার মালামাল জব্দ না করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। কারখানার চাবি হাটগোপালপুর দোকান মালিক সমিতির ক্যাশিয়ার জাহিদ হাসানের জিম্মায় দেওয়া হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com