প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৪:৪৮ এ.এম
নাসির নগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জিতু মিয়াকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাত অনুমান ৯টার দিকে থানার একটি চৌকস দল "ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন শাহ আলম পাঠান নামে এক ব্যক্তি । ওই মামলার ২৮ নং এজাহারভুক্ত আসামী নাসিরনগর উপজেলা
আওয়ামীলীগের(কার্যক্রম নিষিদ্ধ) সিনিয়র সহ সভাপতি ও গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জিতু মিয়া।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজহারুল ইসলাম বলেন, আটক মো. জিতু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পুলিশ গুনিয়াউক ইউনিয়নের চিতনা থেকে তাকে গ্রেফতার করেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com