বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল কাদের ফকির (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল কাদের ফকির উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিণা মণ্ডলপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিরুল ইসলাম জানান, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলা নম্বর-০২, তারিখ-০৩/০৮/২০২৫। জিআর নম্বর-৯৮/২০২৫। আমরা মামলার প্রধান আসামি আব্দুল কাদের ফকিরকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে পাঠিয়েছি।" তিনি আরও বলেন, মামলাটির তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।
এদিকে, এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com