দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলায় অবস্থিত চৌমুহনী ঘাট। এই ঘাটে ও এর আশপাশে প্রায় প্রতিদিনই কয়েকশত নৌকা, বোট, মাছ ধরতে যায় মেঘনা নদীতে। চলছে বর্ষার মৌসুম, আশানুরূপ জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ মাছ। অনেকেই হতাশার সুরে বলেন আমরা যে কয়জন নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছি আর যে মাছ পেয়েছি এতে আমাদের খরচের টাকাই উঠবে না! বাবুল মাঝির (৫২) তার সাথে কথা বলে জানা যায়, সে এই নদীতে মাছ ধরে প্রায় ৩০ বছর ধরে, অতীতের স্মৃতিচারণ করে সে বলে এমন ও সময় সে দেখেছে নদী থেকে জাল ভর্তি মাছ টেনে তুলতে তাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন নদীতে আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমরাও আশা করি জেলেদের জালে তাদের কাঙ্ক্ষিত মাছ যেন ধরা পড়ে। তবেই আমাদের দেশের চাহিদা পূরণ করে ইলিশ মাছ বিদেশে রপ্তানি করার সম্ভব হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com