প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৭:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৬:১২ এ.এম
ধানের তৈরি পোশাকে ভালোবাসা—পটুয়াখালীর ইউনুচ হাওলাদারের ব্যতিক্রমী প্রতিবাদ ও বার্তা

রাজধানীর রাজপথে সবার নজর কাড়লেন এক ব্যতিক্রমী মানুষ। গায়ে ধানের তৈরি বিশেষ পোশাক, মাথায় ধানের তৈরি টুপি। সবার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিলেন পটুয়াখালীর দুমকী থানার ইউনুচ হাওলাদার (৫৫)। তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার দাবী—এই পোশাক কেবল সাজ নয়, এটা তার ভালোবাসা ও প্রতিবাদের প্রতীক।
ইউনুচ হাওলাদার নিজ খরচে প্রায় সাত হাজার টাকা ব্যয়ে এই ধানবস্ত্র তৈরি করেছেন। তার শরীরে টাঙানো কাগজে লেখা—“থানা: দুমকী, জেলা: পটুয়াখালী। মোঃ ইউনুচ হাওলাদার। মোবাইল নম্বর: ০১৩৩৮১৮৩২৬৮”। এই লেখা দেখে অনেকেই আবেগে কেঁপে ওঠেন। গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “ধান আমাদের প্রতীক, আমাদের অস্তিত্ব। বিএনপি কৃষকের দল। আমি এই ধান দিয়ে বানানো পোশাক পরে তাদের প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি।”
তার এই উদ্যোগে অনেকেই উৎসাহিত হন। কেউ বলেন, "রাজনীতি মানে এখনো ত্যাগ আছে, প্রেম আছে—ইউনুচ হাওলাদার তা প্রমাণ করলেন।" আরেকজন বলেন, "এই মানুষটা আমাদের চোখে পানি এনে দিয়েছে। ধানের পোশাক বানিয়ে রাজপথে হাঁটছেন, এটা সাধারণ ব্যাপার না।"
সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে ইউনুচ হাওলাদারের এমন উপস্থিতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই তার সাহসিকতা ও ভালোবাসার প্রশংসা করছেন। রাজনীতি যখন নানা সংকটে, তখন এমন এক নেতাকর্মী আমাদের মনে করিয়ে দেন রাজনীতির মূল ভিত্তি—ভালোবাসা, ত্যাগ আর জনমানুষের সঙ্গে সম্পৃক্ততা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com