প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৬:৩৩ এ.এম
মেলান্দহে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মেলেটারি

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার বীর আদিয়ারপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মেলেটারি
তিনি ৩ আগস্ট দুপুরে জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ... রাজিউন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মিলিটারির জানাজার নামাজ ৪ আগস্ট সোমবার সকাল ৯ টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।জানাযা নামাজের আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অর্ণার প্রদান করা হয়। মেলান্দহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অর্নার প্রদানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান জুথি। দাফন শেষে সেনাবাহিনীর একটি দল সেনা ল অনুযায়ী মরহুমের কবরের পুষ্পস্তবক অর্পণ ও উপরের দিকে ফায়ার করে গাঢ় অফ অর্ণার প্রদান করে। মরহুমের জানাযায় সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী শোক সম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com