সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর ও ও মন্ডলপাড়া কবরস্থানের সৃষ্টির শুরু থেকে অদ্যবদি সময় পর্যন্ত কবরস্থানের কার্যকরি পরিষদের প্রয়াত সদস্যদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(০৩-০৮-২৫ রবিবার) বিকালে কবরস্থান ও ঈদগাহ্ মাঠ উন্নায়ন কমিটির আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের অফিস কক্ষে মোঃ ছানোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে ও মুক্তার হাসানের পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কবরস্থান ও ঈদগাহ্ মাঠ উন্নায়ন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম তিনি জানান ১৯৬০ সালে এই এলাকার গুনিজনেরা এই কবরস্থান তৈরী করে গিয়েছেন আমরা সবাই তাদের রূহের মাগফেরাত কামনা করি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবরস্থানের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খোরশেদ আলম মাষ্টারের পুত্র কার্যকরি পরিষেদর অন্যতম সদস্য মোঃ সাইফুল ইসলাম মন্ডল, এসময় উপস্থিত ছিলেন কবরস্থান ও ঈদগাহ্ মাঠ উন্নায়ন কমিটির উপদেষ্টা মোঃরফিক মীর, সহ-সভাপতি মোঃ আলী হোসেন সেখ,সাধারণ সম্পাদক শাহআলম সেখ,যুগ্নসম্পাদক আলী আকবার মন্ডল, কোষাধ্যক্ষ আঃরহমান মন্ডল, ধর্ম সম্পাদক মোঃ মোবারক হোসেন,শিক্ষাবিদ মোঃ রফিক সেখ,তরুণ রাজনৈক ব্যক্তিত্ব বিজয় আহম্মেদ,মোঃরবিউল সরকার প্রমুখ। সকল রূহের মাগফেরাত কামনা করে মিলাদে কিয়াম করেন এনায়েতপুর দরবার শরিফের পেশ ইমাম মাওলানা মোঃ নাসির উদ্দিন, দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com