প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৬:৪০ এ.এম
অশ্লীল ডিজে নাচে মাতোয়ারা চলনবিল: নৌকা ভ্রমণের নামে চলছে অনৈতিক কর্মকাণ্ড

চলনবিল—বাংলাদেশের বৃহত্তম বিলাঞ্চল, যা সিরাজগঞ্জের তাড়াশ, নাটোরের সিংড়া ও পাবনার চাটমোহর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে গঠিত। এক সময় যেখানকার নদ-নদী, খাল-বিল ছিল কৃষকের বাঁচার ভরসা, এখন সেই চলনবিল হয়ে উঠেছে তরুণদের বিনোদনের অস্থায়ী মঞ্চ। বর্ষা এলেই দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ নৌকা ভ্রমণের উদ্দেশ্যে ভিড় জমায় চলনবিলে।
তবে সাম্প্রতিক সময়ে এই নৌকা ভ্রমণ আর নিছক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে সীমাবদ্ধ নেই। বরং, রাতভর চলে ডিজে সাউন্ডের উচ্চ শব্দে অশ্লীল গান আর নাচানাচি। উঠতি বয়সী তরুণ-তরুণীদের এই ডিজে নাচে যোগদানে নেই কোনো নিয়ন্ত্রণ। বরং আড়ালের অন্ধকারে চলে মাদক, নারী ও অশালীনতার রমরমা ব্যবসা।
বিশেষ করে নাটোরের হালতি বিল ও সিরাজগঞ্জের তাড়াশ অংশে এসব নৌকা ভ্রমণ বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। নামেমাত্র 'ভ্রমণ' হলেও একেকটি নৌকা যেন ভাসমান ডিজে পার্টির আসর। ডিজে সাউন্ডের তীব্র শব্দে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, তৈরি হচ্ছে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের চিত্র।
নৌকাগুলোতে অতিরিক্ত যাত্রী তোলা হয় বিনা দ্বিধায়। ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেই কোনো লাইফ জ্যাকেট, নেই কোনো নৌ পুলিশ বা স্থানীয় প্রশাসনের উপস্থিতি। অথচ বিলের পাড়েই থানাসহ প্রশাসনিক কার্যালয় রয়েছে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের দাবি, দ্রুত এসব নৌকা পার্টির উপর কড়া নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। নয়তো আগামী প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
চলনবিল শুধু প্রাকৃতিক নয়, এটি এই অঞ্চলের সংস্কৃতি, কৃষি ও জীবন-জীবিকার অংশ। একে অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র বানানোর আগে আমাদের সবারই ভাবা উচিত—আমরা কোন সমাজের দিকে এগোচ্ছি?
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com