প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৬:৪৭ এ.এম
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ আদায়ের দাবিতে কবি নজরুল কলেজে প্লে কার্ড কর্মসূচি

কবি নজরুল সরকারি কলেজে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ আদায়ের দাবিতে ও
৬ আগস্টের কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়ে গন জাগরণ ও প্লে কার্ড কর্মসূচির আয়োজন করা হয়েছে।
(রবিবার) ৩ আগস্ট দুপুর ২ টার দিকে কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন এর নেতৃবৃন্দ এ কর্মসূচি আয়োজন করে।
দুপুর দুইটায় সাধারণ শিক্ষার্থীরা তাদের বিভিন্ন লেখা প্লে কার্ড নিয়ে ক্যাম্পাসে একত্রিত হতে থাকে এবং তাদের দাবির কথা জানায় | এ সময় তাদের প্লেকার্ড গুলো ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু কারে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আঠা দিয়ে সেগুলো আঠা দিয়ে সাঁটিয়ে দেন।
এ সময় শিক্ষার্থীরা প্লে কার্ডের মাধ্যমে তাদের বিভিন্ন স্লোগান এবং দাবি উল্লেখ করে এ কর্মসূচি পালন করেন |
শিক্ষার্থীদের স্লোগানের মধ্যে উল্লেখযোগ্য স্লোগানগুলো ছিল:
এক দফা এক দাবী অধ্যাদেশ কবে দিবি? রাষ্ট্র তোমার সময় শেষ জারি করো অধ্যাদেশ, অধ্যাদেশ জারি করো বিশ্ববিদ্যালয়ের পথ সুগম করো, শিক্ষা সিন্ডিকেট ধংস করো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মুক্ত কর ইতাদি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com