গত ০১/০৩/২০২৫ইং তারিখে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নিম্নরুপ নির্বাচনের নিয়মাবলি ও নিতীমালা জারি করা হইলো। তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শাজাহান সাজু।আগামী২৭/০৮/২০২৫ ইং তারিখে কার্যকরি কমিটির নির্বাচন সকাল ৮.০০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে।০১/০৮/২০২৫ ইং তারিখ হতে ১১/০৮/২০২৫ ইং তারিখ পর্যন্ত সদস্যদের পরিচয় পত্র নবায়ন ও নতুন পরিচয় গ্রহণের মাধ্যমে ভোটার তালিকায় নাম উত্তোলন।খসড়া ভোটার তালিকা প্রকাশ ১২/০৮/২০২৫ইং তারিখ সকাল ১১ ঘটিকায়।খসড়া ভোটার তালিকার উপরে আপত্তি উত্থ্যাপনের শেষ তারিখ ১৩/০৮/২০২৫ ইং বিকাল ৫ ঘটিকা পর্যন্ত।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪/০৮/২০২৫ ইং বিকাল ০৫ ঘটিকায়।
নিম্নে লিখিত পদগুলির উপর নির্বাচন অনুষ্ঠিত হইবে: সভাপতি এক জন, সহ-সভাপতি এক জন, সাধারণ সম্পাদক এক জন, সহ-সাধারণ সম্পাদক এক জন, সাংগঠনিক সম্পাদক এক জন, অর্থ সম্পাদক এক জন, দপ্তর সম্পাদক এক জন, প্রচার সম্পাদক এক জন, ধর্মীয় সম্পাদক এক জন, নির্বাহী সদস্য দুই জন।প্রার্থীদেরকে ১,০০০/- টাকা হারে (অফেরৎ যোগ্য) জমা দিয়ে নির্দিষ্ট ফরমে আবেদন করিতে হইবে।মনোনয়ন পত্র প্রদানের তারিখ ১৬/০৮/২০২৫ইং। মনোনয়ন পত্র জমা প্রদানের তারিখ ১৭/০৮/২০২৫ইং রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত।মনোনয়ন পত্র যাচায়/বাছায় এর তারিখ ১৮/০৮/২০২৫ ইং সন্ধ্যা ৬.০০ ঘটিকা পর্যন্ত।খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৮/০৮/২০২৫ইং রাত ৮.০০ ঘটিকায়।মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ১৯/০৮/২০২৫ ইং বিকাল ৫.০০ ঘটিকায়।চুড়ান্ত পার্থি তালিকা প্রকাশের তারিখ ২০/০৮/২০২৫ ইং রাত ৮.০০ ঘটিকায়।প্রার্থীদের মধ্যে প্রতিক বণ্ঠনের তারিখ২০/০৮/২০২৫ইং রাত ৯.০০ ঘটিকায়।প্রতীক সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ২১/০৮/২০২৫ইং বিকাল ৫.০০ ঘটিকায়। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি মোঃ আজগর আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম এবং সংগঠনের সাবেক সভাপতি লুৎফর রহমান সদস্য আব্দুর রহিম,ফেরদৌস আলম রতন,আঃ রাজ্জাক,আঃ জব্বার,জাহিদুল ইসলাম মিন্টু,আতিকুর রহমান,ববি খান,আশরাফুল ইসলাম খোকন,আবু সাঈদ,মোঃ সুমন,মুরাদ হোসেন,আবুল, বাশার,মিঠু,মোজাম্মেল,হোসেন মুন্না,শফিকুল ইসলাম,মেজবা, আঃ মোতালেব,শরিফুল ইসলাম,মোঃ আব্দুল হামিদ,শামিম রহমান,আ্ঃমালেক,আঃ কাদের,মোঃ হুমায়ুন কবির,মোঃ পিছু,মোঃ আল আমিন সহ আরো অনেকে।