বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী বকুল সরদার (৪৩)-কে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। শনিবার (রাত সাড়ে ১১টার দিকে) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকারের দিকনির্দেশনায় থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বকুল সরদারকে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক বকুল সরদার কাহালু উপজেলার কালাই ঘোনপাড়া গ্রামের বাসিন্দা ও বুলু সরদারের ছেলে। তার বিরুদ্ধে কাহালুসহ বিভিন্ন থানায় মোট ১৬টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সে এলাকার দীর্ঘদিনের চিহ্নিত মাদক ব্যবসায়ী।
রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com