প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ১০:০১ এ.এম
কালিগঞ্জ কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুলে কামরুন নাহার নিশিকে সংবর্ধনা

কালিগঞ্জ কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুলে এস এস সি পরিক্ষায় গোল্ডেন প্লাস পাওয়ায় তাকে স্কুল কর্তৃপক্ষ সংবর্ধনা ক্যারেস্ট ও নগত টাকা প্রদান করেন।
৪ ঠা আগষ্ট সোমবার সকাল ১১ টার সময় কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির হল রুমে সংবর্ধনা প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির এডহক কমিটির সভাপতি ও কলারোয়া মহিলা কলেজের প্রিন্সিপাল আলহজ্জ মাহবুবর রহমান মুকুল।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও অভিভাবক বৃন্দ।
উল্লেখ্য কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি থেকে ২০২৫ সালে এস এস সি পরিক্ষায় জিপিএ ৫ সহ সব বিষয়ে আশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com