নাটোরের লালপুরে ৩৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
সোমবার (৪ আগস্ট) ভোররাতে উপজেলার আব্দুলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, একই এলাকার হান্নান প্রামাণিকের ছেলে রাজন ও সুমন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪২ পিস ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাদের নাটোর আদালতে পাঠানো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com