লালমনিরহাটে জুলাই শহীদদের স্মরণে শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৪ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় লালমনিরহাট জেলা স্কাউট কার্যালয়ে বাংলাদেশ স্কাউট লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ সময় বাংলাদেশ স্কাউট লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা কর্মকর্তা মনোনীতা দাস, জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান, বাংলাদেশ স্কাউট রংপুর বিভাগীয় সহকারী পরিচালক সুদির চন্দ্র রায়,জেলা কমিশনার মন্জুর আলম, উপজেলা কমিশনার ওবায়দুল ইসলাম, জেলা সম্পাদক একরামুল হক, উপজেলা সম্পাদক নুর ইসলাম সরকারসহ বিভিন্ন বিদ্যালয় হতে আগত স্কাউট লিডার ও স্কাউটগণ উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com