প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ১০:০৮ এ.এম
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

খুলনার কয়রায় ১৩ মাস বেতন বকেয়া রেখে খুলনা সিভিল সার্জন কর্তৃক আউটসোর্সিং কর্মচারীদের চাকরিচ্যুত করার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (৪ আগষ্ট) বেলা ১২টায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা হাসপাতালের সামনে এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষ অবস্থান কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই হাসপাতালের আউটসোর্সিং ৩০ জন কর্মচারী কাজ করছি। ১৩ মাস আমাদের কোন বেতন দেয়া হয় না। আমরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি। এর মধ্যে হঠাৎ করে গত ২৯ জুলাই খুলনার সিভিল সার্জন স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে আমাদের চাকরিচ্যুত করেছে এবং আমাদের বকেয়া বেতনভাতা দেয়া হয়নি। বর্তমানে হাসপাতাল থেকে আমাদের বের করে দেওয়া হয়ছে। আমরা আমাদের পাওনা বকেয়া বেতন ভাতা ও পুনরায় আমাদের চাকরিতে যোগদান করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মী মোঃ মাহবুবুর রহমান, মোঃ মাসুূুদুর রহমান, মোঃ আলিমুজ্জামান টুটুল, মোঃ আব্দুল কাদের, মোঃ আশিকুজ্জামান, মোঃ আঃ রউফ, আহমেদ মোত্তাজা, আয়েশা খাতুন, খাদিজা খাতুন প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com