প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৬:১৬ এ.এম
৫ আগষ্ট গণ-অভ্যুত্থানের মিছিলে উপস্থিত থাকবেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

জুলাই গণ অভুঙ্থানের ছাত্র- জনতার বর্ষপুর্তি উপলক্ষে ( ৫ আগষ্ট শেখ হাসিনা পালানোর এক বছর) বিএনপির আয়োজনে ডোমারে বিজয় মিছিল ও মিছিল শেষে এক বিরাট পথসভা অনুষ্ঠিত হবে। ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পথসভা ও বিজয় মিছিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডোমার-ডিমলার কৃতি সন্তান সাবেক সাবেক সাংসদ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
গণ-অভ্যুত্থানের বর্ষপুর্তিতে হাজার হাজার নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশ নিবেন বলে জানিয়েছেন ডোমার উপজেলা বিএনপির সম্পাদক মোঃআখতারুজ্জামান সুমন। তিনি বলেন বিকাল ৩ টায় আমাদের নেতা তুহিন ভাইয়ের নেতৃত্বে স্মরনকালের সর্ববৃহত্ত এক গন মিছিল অনুষ্ঠিত হবে। ৫ আগষ্ট ডোমার বিএনপির মিছিলের নগরীতে পরিনত হবে জানিয়ে তিনি আরো বলেন ইতিমধ্যে বিজয় মিছিল ও পথসভা সফল করার লক্ষে আমরা প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে নেতাকর্মীদের বিজয় মিছিল ও পথসভায় অংশগ্রহনের আহবান জানিয়েছি। তিনি বলেন উপজেলার ১০ হাজারেরও বেশি নেতাকর্মী গন মিছিলে অংশ নিবেন। এ দিকে গত কয়েক দিন থেকেই উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে পাড়া কমিটি গঠন করে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। গণ-অভ্যুত্থানের বিজয়ের বছরপুর্তিতে ৫ আগষ্ট বিএনপি ব্যাপক জন সমাগমের উপস্থিতি করার পরিকল্পনা করছে বলে নেতা কর্মীরা জানান। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কাজ করে যাচ্ছেন।মিছিলে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মাঝে বার্তা দিতে চায় বিএনপি।
এ দিকে বিজয় মিছিলে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নেতৃত্ব দিবেন এই খবরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। মিছিল ও পথসভাকে সফল করার লক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, ৫ আগষ্ট ডোমারে যে বিজয় মিছিল হবে তা স্মরনকালের সর্ববৃহত্ত মিছিলে পরিনত হবে। ডোমার থাকবে মিছিলের নগরীতে। উপজেলার প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহন করবেন বিজয় মিছিলে। জোড়াবড়ী ইউনিয়ন বিএনপির সম্পাদক সুজন বলেন, জোড়াবাড়ী থেকে হাজারের অধিক নেতা-কর্মীরা বিজয মিছিল ও পথসভায় অংশ নিবেন। সোনারায় ইউনিয়ন বিএনপি সভাপতি মো: রফিকুল ইসলাম বলেন, বিজয় মিছিল ও পথসভায় ব্যাপক উপস্থিতি থাকবে আমাদের।
৫ আগষ্ট মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিজয় মিছিল ও হাইস্কুল মাঠে পথসভায় তুহিনের উপস্থিত থাকার খবরে প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের সংগঠনের সদস্যদের ব্যাপক উপস্থিতি ঘটাতে কাজ করছেন।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী। প্রতিটি পাড়া মহল্লায় কমিটি গঠনের মাধ্যমে তারা দলকে এগিয়ে নিচ্ছেন। আর সাধারন ভোটররা জানিয়েছন উন্নয়নের স্বার্থে তারা তুহিনকে বেছে নিযেছেন।
গত বছরের জুলাই বিপ্লবে উপজেলা ও পৌর বিএনপি প্রতিটি কর্মসুচীতে অংশ নিয়ে ছিলেন। এমনকি ২৪ সালের আগষ্টে জরুরী অবস্থা অমান্য করে তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয়। ৫ আগণ্ট সকালে থানার হুমকি উপেক্ষা করে বিএনপি নেতৃবৃন্দ রেলগেট মোড়ে লাঠিসোঠা নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com