বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হয়। সর্বমোট ৫ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয় বৃত্তির অংশ হিসেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
প্রধান অতিথি ছিলেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
ফকিরহাট সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মূসা হোসাইন খান
মাউশির উপপরিচালক মো. কামরুজ্জামান
জেলা শিক্ষা অফিসার মো. সাদেকুল ইসলাম
এছাড়া বক্তব্য রাখেন:
হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা
বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসেন
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা।
সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুখসানা ইসলাম ও ফাহিম হোসনে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা এ উদ্যোগকে মেধাবী শিক্ষার্থীদের প্রেরণা হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com