প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৮:০৯ এ.এম
হঠাৎ করে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি

বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত কুঞ্জেরহাট বাজার। এই বাজারে গত ২-৩ দিন আগেও ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছিল, কিন্তু আজকে হঠাৎ করে প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা বেশি! মানে এখন প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা করে বিক্রি হচ্ছে। এই বাজারে ১ কেজি পটল ৫০ টাকা, করল্লা প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। এই বাজারে সঠিকভাবে বাজার মনিটরিং করা হলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছেন ক্রেতারা। তাই বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় সাধারণ জনগণ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com