প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৯:৫৩ এ.এম
গাজার উপর ইসরায়েলের স্থল ও আকাশপথে একযোগে হামলা

গাজার বিভিন্ন অংশে ইসরায়েল ব্যাপক স্থল অভিযান শুরু করেছে, যার সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে বিমান বাহিনী ও স্থল থেকে ভারী গোলাবর্ষণ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al jazeera,Reuters-এর তথ্য অনুযায়ী, অভিযানটি এখন দক্ষিণ ও মধ্য গাজায়ও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী জানায়, হামাসের অবস্থান লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে, তবে এতে বহু বেসামরিক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, গাজার মানবিক অবস্থা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন থাকলেও বর্তমানে ইসরায়েল গড়ে মাত্র ৮৬টি ট্রাক ঢুকতে দিচ্ছে। যা প্রয়োজনের মাত্র ১৪ শতাংশ। এতে খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছেন প্রায় ২৩ লাখ বাসিন্দা।
মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির দাবি জানালেও তা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, "এই অব্যাহত সহিংসতা ও রেশন সংকট গাজাকে একটি মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।"
তথ্যসূত্র: Al jazeera,Reuters
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com