প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১:১৮ পি.এম
পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় বটতলী এলাকায় ধরলা নদীতে এই অভিযান চালানো হয়। আদালতে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। দন্ডপ্রাপ্ত যুবক রিপু (২৫)। তিনি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তারপরেও উপজেলার বিভিন্ন নদী থেকে একটি অসাধু চক্র গোপনে অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন করে আসছে। এমন গোপন সংবাদেও ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের নেতৃত্বে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ থানার একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় বটতলী এলাকায় ধরলা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আদালত নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের রিপু নামের এক যুবককে আটক করেন। পরে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এ সময় পাটগ্রাম থানার পুলিশের একটি দলসার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন , অভিযানে রিপু নামের এক যুবককে আটকের পর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।,
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com