পবিত্র রমজান উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুস্থ অসহায় গরীবদের মাঝে রফিক সিমা ফাউন্ডেশনের উদ্যেগে যাকাত প্রদান করা হয়েছে। রফিক সিমা ফাউন্ডেশনের প্ররিচালক ও অবসর প্রাপ্ত পল্লি বিদ্যুৎ কর্মকর্তা মোহাম্মাদ রফিকুল আলমের আয়োজনে শনিবার বিকেল ৩টায় গোয়লজানি উত্তরপাড়া তাঁর নিজ বাসভবনে গ্রামের ৫০ জন দুস্থ মহিলা ও ১০ জন মাদ্রাসা ছাত্রের মাঝে ৫শত টাকা করে নগদ অর্থ, ৩ জনের মাঝে সেলাইমেশিন ও ১ জনের মাঝে পানির পাম্প প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আব্দুল হান্নান হাসু সরকার, অবসর প্রাপ্ত সহকারি শিক্ষিকা আশরাফুন নেছা সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় রফিক সিমা ফাউন্ডেশনের পরিচালনক রফিকুল আলম বলেন, আমি ২০১০ সাল থেকে এ কার্যক্রম শুরু করেছি। প্রতি রমজানে আমি আমার গ্রামের অসহায়, দুস্থের মাঝে টাকা, সেলাইমেশিন সহ তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেয়ার চেষ্টা করি। আগামীতেও আমি এ কার্যক্রম চালিয়ে যাব।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com