প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৮:১১ এ.এম
দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন জনাব শেখ মোহাম্মদ মশিউর
![]()
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের সমস্ত এমপিও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার। জন্য এডহক কমিটি গঠনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা,কর্তৃক নির্দেশনার আলোকে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দাউদপুর পুটিনা হাই স্কুল এর এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন জনাব শেখ মশিউর রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সেক্রেটারি। তিনি সভাপতি মনোনীত হওয়ার পর বিদ্যালয় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে একটি অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বভার অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক৷ ও ছাত্রছাত্রী বৃন্দ,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন,একটা জাতিকে উন্নত করতে হলে শিক্ষার মান উন্নত করতে হবে। পড়াশোনা ছাড়া শিক্ষার মান কখনো উন্নত হয় না, তাই শিক্ষার মান উন্নয়নে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং এই ব্যাপারে এডহক কমিটির সভাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন । নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জনাব শেখ মোহাম্মদ মশিউর বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও বিশ্বস্ততার সাথে পালন করব।বিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানো ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমি নিরলস ভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। নারায়ণগঞ্জের গণমানুষের নেতা বিদ্যালয়ের ও পরিচালনা পরিষদের সভাপতি শেখ মোঃ মশিউর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কাজ হল পড়ালেখা করা। তোমরা ভালো করে পড়াশোনা কর যাতে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকে। আমি এই বিদ্যালয়কে নারায়ণগঞ্জ জেলার একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিনত করতে চাই। এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি । তারঁ বক্তব্যের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com