ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের খাদ্য অধিদপ্তর র্কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি চাউল বিতরণ শুরু হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলতলি বাজারে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার স্বপন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. জিসান আহম্মেদ স্বপন ৬১৮ জন কার্ডধারী তথা উপকারভোগীর মাঝে চাল বিতরণের কাজ শুরু করেন। ট্যাগ অফিসারদের উপস্থিতিতে উপকারভোগীদের সনাক্ত করে প্রতি সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতি কার্ডধারীর বিপরীতে ৩০ কেজি করে এ চাউল বিতরণ করা হবে। চাউল বিতরণকালে যুবদল নেতা মো. ইমামুল হক চন্দন, রুবেল মুন্সী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার যুবদল নেতা জিসান আহম্মেদ স্বপন বলেন, ট্যাগ অফিসারকে নিয়ে কার্ডধারী সনাক্ত করে চাউল বিতরণ করা হচ্ছে। প্রতি কার্ডধারীকে ১৫ টাকা কেজি হারে নগদ ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাউলের বস্তা দিয়ে দিচ্ছি। এছাড়া কেউ যদি চাউল নিয়ে বিক্রি করে দেয় তাহলে তাকেও সনাক্ত করে তালিকাভূক্ত করে রাখছি। যা পরে উপজেলা ইউএনও মহোদয়ের নিকট জমা দেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com