অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার রামপুরায় একটি অটোরিকশা গ্যারেজে এতে বেশ কয়েকটি যান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান।খবর পাওয়ার পরপরই খিলগাঁও,বারিধারা,তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা অগ্নিকাণ্ডের সময় গ্যারেজটিতে রাখা ছিল। আগুনে এসব যান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com