প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৮:৩৮ এ.এম
বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি মানবতার সেবক
![]()
বাবুছড়া, ২৪ মার্চ: বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি তাদের মানবিক দায়িত্বও অত্যন্ত গুরুত্বসহকারে পালন করে আসছে। তারা শুধু সীমান্তে আন্তঃসীমান্ত অবৈধ কার্যকলাপ রোধে কাজ করে না, বরং স্থানীয় জনগণের কল্যাণে মানবিক কার্যক্রমও পরিচালনা করে থাকেন। বিজিবির এই কর্মসূচী শুধু দায়িত্বের জন্য নয়, মানুষের প্রতি তাদের সহানুভূতি এবং দায়বদ্ধতার এক অসামান্য উদাহরণ। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সীমান্তের দূর্গম পাহাড়ে শত প্রতিকূলতার মধ্য থেকে সীমান্ত রক্ষাসহ আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ দমন করে চলেছেন। নিজ দায়িত্বের বাইরে গিয়েও তারা সামাজিক দায়িত্ব পালনেও অনেক অবদান রাখছে। স্থানীয় জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতি সম্মান জানাতে, বিজিবি নানা ধরনের মানবিক সহায়তা, সচেতনতা বৃদ্ধির কার্যক্রম এবং ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজকের দিনের বিশেষ উদ্যোগ ছিল পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে প্রায় দুই শতাধিক হতদরিদ্র পাহাড়ী বাঙ্গালী মানুষের মাঝে ইফতার ও ঈদ উপলক্ষে খাবার সামগ্রী বিতরণ। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এদিন জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সভার আয়োজনও করে, যেখানে এলাকার জনগণ চোরাচালান, মাদক সেবনের কুফলতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি একে অপরের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল এস এম রেজাউর রহমান, পিএসসি, অধিনায়ক, বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এবং সহকারী পরিচালক মোঃ হুমায়ুন করিম, পিবিজিএমএস। বাবুছড়া ব্যাটালিয়নের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের কাছে গভীর বিশ্বাস অর্জন করেছে। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) তাদের এসব মানবিক কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা শুধুমাত্র দেশের সীমান্ত রক্ষা করে না, তারা দেশের জনগণের কল্যাণের জন্যও কাজ করে। তাদের এই উদ্যোগ একটি শক্তিশালী বার্তা, যা সমাজে মানবিকতা, সহানুভূতি এবং একটি উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা যোগায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com