গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর সুপার মার্কেট ও ঘাঘর বাজারের ব্যবসায়ীদের সাথে গোপালগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পৌর সুপার মার্কেটে কোটালীপাড়া পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকিুল হাসান শুভ , কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ, ঘাঘর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ দাড়িয়া, সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল,ব্যবসায়ী এসকেন্দার আলী কাজী,সিরাজুল হক তালুকদার বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট অতি দ্রুত পৌর সুপার মার্কেট ও ঘাঘর বাজারের সংযোগ সড়কটি নির্মাণের দাবী জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com