প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৯:১৫ এ.এম
মুরাদনগরে ইমাম ও উলামা সম্মেলন অনুষ্ঠিত আলেম উলামারাই পারবে কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে
![]()
উলামা বিভাগ ও বাংলাদেশ মসজিদ মিশন কুমিল্লা উত্তর জেলার সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান আতিকী বলেছেন, কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তারাই সবচেয়ে বেশী মর্যাদাবান। কোরআনের বিধান প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এদেশের আলেম ওলামা ও মসজিদের ইমামদের ভিতর আছে কুরআনের জ্ঞান। একমাত্র আলেম ওলামারাই পারবে বাংলাদেশকে একটি কল্যানকর ও শান্তিময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে। বিগত সরকারের দুঃশাসনামলে আলেমরা জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে দেশ থেকে ইসলাম নির্মূল করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে দেশ মুক্তি লাভ করলেও ইসলামবিরোধী তৎপরতা থেকে জাতি এখনো মুক্তিলাভ করেনি। পরিবর্তিত পরিস্থিতিতে জাতির মুক্তি নিশ্চিত করার জন্য ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। গতকাল বেলা ১১ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ^বিদ্যালয় কলেজ কক্ষে ইমাম ও উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুমিল্লা উত্তর জেলা উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আমির হোসেনের সভাপতিত্বে ও মসজিদ মিশন মুরাদনগর উপজেলার সভাপতি মাওলানা ছামীর হোসাইনের সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা আমির আ ন ম ইলইয়াছ, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উলামা বিভাগের মুরাদনগর উপজেলা সভাপতি ও সৈয়দপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ইছমাইল । এসময় আরো বক্তব্য রাখেন, জয়পুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মাওলানা আলমগীর , বাংলাদেশ মসজিদ মিশন কুমিল্লা জেলা উত্তরের মাও: কামাল উদ্দিন মুন্সী, ওলামা বিভাগ দেবিদ্বারের সভাপতি মালানা রুহুল আমিন সরকার ও মাওলানা অলিউল্লাহ মাদানী প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার আয়োজিত ইমাম ও উলামা সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান হেলালী। অনুষ্ঠান শেষে সকল ইমাম ও ওলামাদের মাঝে ইফতার এবং ঈদের হাদিয়া দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com