খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মহানগরীর শিববাড়ি মোড়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মিছিল করার জন্য জড়ো হন তারা। ওই সময়েই শিববাড়ি মোড়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তারাও সেখানে আসেন।
অন্যদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন জিয়া হল চত্বরের পাশেই একই জায়গায়। দুই দলের অবস্থানের মধ্যে দূরত্ব মাত্র কয়েক হাত। বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টাপাল্টি স্লোগানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়লাপোতার দিকে রওনা দেন। কিছুদূর এগিয়ে আবার ফিরে এসে জীবন বীমা অফিসের বিপরীত পাশে অবস্থান নেন তারা। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শিববাড়ি মোড়েই অবস্থান নেন।
দুই পক্ষ এক ঘণ্টার বেশি সময় দুই প্রান্তে অবস্থান নেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত সোয়া ১০টার দিকে ফের মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে অবস্থান নিলে আবারও মুখোমুখি হন তারা। এ সময় উত্তেজনা বিরাজ করে। পরে রাত ১০ টা ৪০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com