চট্টগ্রামের বাঁশখালীতে মাত্র ৯ মাসে পূর্ণ কোরআন মুখস্ত করে রেকর্ড করেছেন শিশু শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম। জানা যায়, বাঁশখালী পৌরসভার জলদীতে অবস্থিত সাংবাদিক শফকত হোসাইন চাটগামী পরিচালিত দারুল কারীম মাদ্রাসা থেকে সে হিফজ সম্পন্ন করেন। শিশু হাফেজ কামরুল ইসলাম ফাহিম বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী আমানপাড়া গ্রামের মাহমুদুল করীম ও হামিদা দম্পতির সন্তান। দারুল কারীম মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ আবদুল মজিদ জানান, কামরুল ইসলাম ফাহিম ২০২৪ সালের এপ্রিল মাসে মাদ্রাসায় ভর্তি হয়। মে মাসের ২০ তারিখে সে হিফজ সবক শুরু করে। মাত্র ৯ মাস সময়ে গত ১৭ ফেব্রুয়ারী সোমবার তার হিফজ সবক শেষ হয়। এই ঘটনায় এলাকায় বিষ্ময় সৃষ্টি হয়েছে। সবাই মনে করছে এইটা পবিত্র কোরআনের মুযেজা। মাত্র ৯ মাসে হিফজ সম্পন্ন করা কৃতি ছাত্র কামরুল ইসলাম ফাহিম যে বড় আলেম হয়ে দ্বীনের একজন খাদেম হতে পারে সে জন্য দোয়া চেয়েছে তার মা বাবা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com