প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৮:১৬ এ.এম
ঈদের সময় বাঢ়ীতে যাচ্ছে এমন হতে পারে আপনার তাই এই বার্তা

ঈদে বাড়ীতে যাচ্ছেন তো?
তাহলে কিছু কথা মাথায় রাখুন
১/ মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ১০০% সতর্কতা অবলম্বন করুন।
২/অপরিচিত লোকের সাথে সিএনজি ও মাইক্রোবাসে যাতায়াত করবেন না।
৩/রাতে গাড়ী পরিবর্তন করার সময়, অবশ্যই টার্মিনাল/ স্ট্যান্ডে অব:স্থান করবেন।
৪/ যাত্রা পথে অপরিচিত লোকের দেওয়া খাবার খাবেন না।
৫/গাড়ীতে অতিরিক্ত যাত্রী হয়ে যাবেন না।
৬/ গাড়ী ভাড়ার টাকা আগেই পরিশোধ করবেন না।
আপনার যাত্রা শুভ হোক। পরিবার হাসি খুশি থাকুক অগ্রিম ঈদ মোবারক ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com