প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৮:৪৮ এ.এম
চকরিয়া পূর্ব বড় ভেওলা ৫নং ওয়ার্ড এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণাধীনঘর ভাঙচুর

পবিত্র মাহে রমজানে গভীর রাত ১টার দিকে মানুষ যখন ঘুমে মগ্ন , ঠিক সেই সুযোগে ১৫-২০ জনের মুখোশধারী সন্ত্রাসী দল বাড়িতে তান্ডব চালিয়ে নির্মাণাধীন বাড়ির দেওয়াল ও বসতঘরে লুটপাট চালায়। এতে ৪-৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। চকরিয়া উপজেলার মাতামুহুরি পুলিশ ফাঁড়ির পাশে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড,কালাগাজি সিকদার পাড়া, জামায়াত কর্মী মামুনুর রশিদের বাড়িতে এই নেক্কারজনক হামলার ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন । ভিকটিম মামুন আরো বলেন, একই এলাকার জহির উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমার বাড়িতে তান্ডব চালায় । বহিরাগত শাহ আলম, আব্দুল জলিল, মোহাম্মদ স্বপন, এবং স্থানীয় রিফাত, আরিফসহ বেশকয়েকজনকে চিনতে পারি। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভিকটিম। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com