প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ১০:৫৪ এ.এম
সমাজ ও সাংগঠনিক ব্যক্তিত্ব মি: উৎপল বড়ুয়া ও তাঁর সহধর্মিনী রিতা ব্ড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
![]()
চট্টগ্রামের পটিয়া উপজেলার করল গ্রামের কৃতি সন্তান,সমাজ ও সাংগঠনিক ব্যক্তিত্ব, ঢাকা প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার পরিচালনা পরিষদের সম্মানিত প্রধান সমন্বয়কারী, বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেটড ইউনিয়ন লিমিটেড( বুকুল) ঢাকা'র সহ - সভাপতি, সদা পরোপকারী প্রয়াত উৎপল বড়ুয়া ও তাঁর সহধর্মিনী প্রয়াতা রিতা বড়ুয়া'র ১ম মৃত্যু বার্ষিকী সম্প্রতি ঢাকায় প্রজ্ঞানন্দ বৌদ্ধবিহারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৌদ্ধধর্মীয় বিধান অনুযায়ী অষ্টপরিস্কার সহ সংঘদান ও জ্ঞাতি ভোজনের আয়োজন করা হয়েছে। এই পূণ্যানুষ্ঠানে নদ্দা- কালাচাঁদপুর এলাকায় বসবাসরত সকল বৌদ্ধ জনসাধারণ এবং ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসরত তাঁর জ্ঞাতি ও আত্মীয়-স্বজন সকলে পূণ্যময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রয়াত উৎপল বড়ুয়া ও রিতা বড়ুয়া'র উদ্দেশ্যে পুন্য দান দিয়েছেন।প্রজ্ঞানন্দ বৌদ্ধবিহার পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com