উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচিত সমালোচিত ডাক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন’কে অবশেষে বদলি করা হয়েছে। সরকারি চাকরি তে একই কর্মস্থলে ৩ বছরের বেশি না থাকার নিয়ম থাকলেও অদৃশ্য শক্তি বা সিন্ডিকেটের বলয়ে প্রায় পাচ বছর একই কর্মস্থলে কর্মরত ছিল ডা: রাজন । মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাক্তার এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
২০২০ সালের ১লা জানুয়ারি থেকে টানা ৫ বছর উখিয়ার মতো গুরুত্বপূর্ণ উপজেলায় কাজ করা ডাক্তার রাজনের নতুন কর্মস্থল খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম ইউনিয়ন জারুল ছড়ির উপ-স্বাস্থ্য কেন্দ্র, যেখানে তিনি মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করবেন। গাজীপুরের টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার নাসরিন জেবিন রাজনের স্থলাভিষিক্ত হবেন বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com