প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ১০:০২ এ.এম
মনপুরায় নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান মোস্তফা কামাল।

গত সোমবার ফেনী-চট্টোগ্রাম হাইওয়ে রোর্ডে যে দূর্ঘটনা ঘটে এতে নিহতদের মধ্যে ৩ জন মনপুরা উপজেলার। নিহত পরিবারের সাথে সমবেদনা জানাতে আাসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন-মনপুরায় আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল। (১৮ই ফেব্রুয়ারী) মঙ্গলবার মনপুরায় নিহত ও আহত পরিবারের সাথে সমবেদনা জানাতে আসেন জামায়াতে ইসলামীর চরফ্যাশন-মনপুরায় আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল। উল্লেখ্য গত (১৭ই ফেব্রুয়ারী ) ভোলার মনপুরা উপজেলার ২নং হাজীর হাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৮জন শ্রমিক ফেনীতে কাজ করে বাসায় যাওয়ার সময় কাভার ব্যানের চাকা পামসার হলে পিছন থেকে আসা কাভার ব্যানের সাথে ধাক্কা লেগে ৬ জনের মৃত্যু হয়। মৃত শ্রমিকদের মধ্যে ৩ জন মনপুরা উপজেলার । ২জন হাজীর হাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। বাকি ১জন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতরা হলেন দাসের হাটের সোলাইমানের পুত্র, মো.জোবায়ের (২৯),চর ফৈজুউদ্দিনের নুর আলমের পুত্র মহিউদ্দিন(২৬), ও একই গ্রামের ফারুকের পুত্র জাকির (২৮), এছাড়াও গুরুতর আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়, তারা হলেন মোহাম্মদ মনির, মোঃ সবুজ, মোঃ জাহাঙ্গীর। অধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল বলেন আমি সকালে এ ঘটনা শোনার পর সাথে সাথে মনপুরায় আসার সিদ্ধান্ত নিই আমি চেয়েছিলাম আমার ভাইদের এ সময় পাশে থাকার জন্য। আমি দোয়া করি আল্লাহ তা'আলা যেন ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুক। তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই সাধারণ মানুষের পাশে আছে থাকবে ইনশাল্লাহ। তিনি বলেন জাকির নামে আমার একটি ছেলে ছিল যে ছেলেটিকে স্বৈরাচার সরকার হত্যা করেছে আল্লাহতালা আমার সন্তান নামে এই ভাইটিকে শহীদ হিসাবে কবুল করুক। তিনি প্রতিটি শহীদ পরিবারের সাথে সাক্ষাত করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।এর পূর্বে মনপুরা উপজেলার মারকাজ মসজিদে দুর্ঘটনায় তিনজনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলার সম্মানিত আমির মাওলানা আমিনুল এহসান জসিম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফারাজি, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ফরাজী, ও রং বিভাগের সভাপতি মাওলানা শামসুদ্দিন,শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা ইউনুস, তালিমুল কুরআনের সভাপতি হাফেজ মতিউর রহমান নিজামী,মনপুরা ইউনিয়নের আমির শাহ ইমরান চৌধুরী হাজিরহাট ইউনিয়নের মাওলানা জামাল উদ্দিন,উত্তর শাকুসিয়া ইউনিয়নের আমির আবু সুফিয়ান, দক্ষিণেশ্বর ইউনিয়নের সভাপতি অলিউল্লাহ মাস্টার সহ প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com