প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ১০:০৪ এ.এম
ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিনের নিতে চাপা পড়ে এক্সকেভেটর ড্রাইভার নিহত ও আহত এক

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক্সকাভেটরের ড্রাইভার নিহত ও প্রায় ৫ ঘণ্টা পর ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিন নিচে চাপা পড়া এক জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার রানীরবন্দর চিরিরবন্দর রোড়ের হাইছো মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত এক্সকেভেটর ড্রাইভার টাঙ্গাইল জেলার কালিহাতি এলাকার ইসমাইল হোসেনর ছেলে জুয়েল রানা(২৬) স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রানীরবন্দর থেকে ট্রাক্টর করে একটি এক্সকেভেটর মেশিন নিয়ে চিরিরবন্দর উপজেলার দিকে যাও সময় ঘুঘুরাতলী হাইছো মিলের সামনে একটি ভ্যানকে সাইট দিতে গিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়।এসময় ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিন চাপা পড়ে দুই জন। তাদের কে ভিতর থেকে বাহির করা না গেলে দিনাজপুর পুলিশ লাইন থেকে রেকারিং ও পাশের ইট ভাটা থেকে একটি এক্সকেভেটর আনে প্রায় পাঁচ থেকে ৬ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ ও ফায়ারসার্ভিস এসময় ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিনের নিচে চাপা পড় একজনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিস। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল ওদুদ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যার আগে চিরিরবন্দর রানীরবন্দর আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় একটি ট্রাক্টর ও এক্সকেভেটর রাস্তা থেকে উল্টে পড়ে যায় ট্রাক্টর ও এক্সকেভেটর ড্রাইভার চাপা পড়ে তাদের গাড়ির নিচে । দীর্ঘ ৫ ধরে ৬ ঘণ্টা এ উদ্ধার অভিযান চালিয়ে রাত ১০ দিকে ট্রাক্টর চালককে জীবিত ও এক্সকাভেটরের চালকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com