শান্তি, শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা বিষয়ে একটি জনসচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বেলা ১০ ঘটিকায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনয়তনে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মিল্টন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, সাতকানিয়া, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হান্নান আলম, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাং সামছুদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সাতকানিয়া, চট্টগ্রাম। অনুষ্ঠানে নাগরিক কমিটি সাতকানিয়া উপজেলার নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের প্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার নেতৃবৃন্দ, আরো বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা যুব সমাজকে সমাজের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের অগ্রভাগে থাকার আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সমাজ থেকে বৈষম্য, অন্যায় ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব। তারা আরও বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য যুবকদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্ব ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। উপস্থিত অতিথিগণ যুবসমাজকে সুস্থ ধারার নেতৃত্ব ও উন্নয়নের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সরকারের যুব উন্নয়ন কার্যক্রমের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com