রংপুরে ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে এগারোটায় রংপুর মহানগরীর কামারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহ আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলো আলমনগর এলাকার নিলয় হোসেন তনু এবং নিউ আদর্শ পাড়ার শাহারিয়ার সাহস। এছাড়াও সেখানকার একটি পুকুর থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার ভোরে নগরীর মডার্ন থেকে দর্শনা রোডে যাওয়ার পথে শুঁটকি আড়তের সামনে রিকশা থামিয়ে গ্রেপ্তারকৃতরা দুটি মোবাইল ফোন, ব্যাংকের এটিএম কার্ড ও নগদ টাকা ছিনতাই করে। বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, রংপুর কারমাইকেল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মনিরুল ইসলাম মিরান (২৩) বুধবার ভোরে ঢাকা থেকে বাসে আসেন। ফজরের আজানের সময়ে রংপুর মডার্ন মোড়ে নেমে রিকশায় ভারতীয় নাগরিক সত্যমসহ (২১) রওনা করেন। বাস টার্মিনালের পাকা রাস্তায় “আশা” এনজিও’র আঞ্চলিক কার্যালয়ের সামনে ভোর ৫টায় তাদের রিকশা থামায় তিন মোটরসাইকেল আরোহী। এ সময় ছুরি দেখিয়ে তাদের সবকিছু নিয়ে নেয় তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com