নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবৈধভাবে বেদখল হওয়া সরকারী (খাস) পুকুর উদ্ধার করে কোটি টাকার উর্ধ্বে রাজস্ব আদায়ের অনন্য রেকর্ড স্থাপন করেছে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলায় প্রায় ২ হাজার ৫শ ৬৬ টি জলমহাল রয়েছে। জেলা প্রশাসক, নওগাঁর নির্দেশে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নওগাঁর নির্দেশনায় উপজেলার জলমহলগুলোর সঠিক ব্যবস্থাপনার আওতায় আনার ল্েয এ উদ্যোগ গ্রহন করা হয়। বিগত বছরগুলোতে বিভিন্ন কারণে এসব পুকুর থেকে রাজস্ব বঞ্চিত ছিল সরকার। সম্প্রতি এসব পুকুর উদ্ধার করা হয়। শুরুতেই বকেয়া জলমহাল ইজারার অর্থ আদায়ের উদ্যোগ গ্রহন করা হয়। যে সকল জলমহালের বিপরীতে ইজারার আবেদন হয়নি সে সকল জলমহালে খাস আদায়ের উদ্যোগ নেওয়া হয়। গত ১৮ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১৪৩১-৩৩ বঙ্গাব্দের জন্য ইজারাকৃত জলমহল থেকে প্রায় ৮৮ লাখ ৫২ হাজার ৭৯০ টাকা রাজস্ব আদায় হয়েছে। ইজারা বর্হিভূত জলমহল থেকে প্রায় ২৫ লাখ ২৩ হাজার ১২০ টাকা খাস আদায়ের মাধ্যমে রাজস্ব আদায় হয়। গত ১৪২৯-৩১ বঙ্গাব্দে উপজেলা খাস পুকুর থেকে ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছিল ২৬ লাখ ২৫ হাজার ৩০০ টাকা। গত বছরের চেয়ে চলতি বছরে প্রায় দ্বিগুনের বেশি টাকা রাজস্ব আদায় করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন ইউএনও মোঃ মেহেদী হাসান। জানা গেছে, মূলত স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে প্রভাবশালীরা এসব পুকুর দখলে রেখেছিল। যে কারনে সরকার রাজস্ব বঞ্চিত ছিল। সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পুকুরগুলো উদ্ধার করে। ইজারার প্রক্রিয়া চলমান রয়েছে। ইজারা সম্পন্ন হলে সরকার অনেক রাজস্ব পাবে বলে জানা যায়। সঠিক নিয়মে ইজারা দিলে ও সঠিক তদারকি অব্যাহত থাকলে প্রতি বছর প্রচুর রাজস্ব পাবে সরকার। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, বেদখল থাকা সরকারী পুকুর উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত জলমহলগুলো ইজারা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এতে সরকার প্রচুর রাজস্ব পাবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com